শোকাহত আগস্ট মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা’র আয়োজন করা হয়। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়াম হলে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন’র সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক মোঃ নুর করিম জাবেদ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান বক্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল প্রমুখ। শোকসভা পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আগত অতিথিবৃন্দ। পাশাপাশি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ্ সিফাত।