মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে শুক্রবার সকাল সোয়া ১১টায় সময় ভয়াবহ আগুন লাঘার ঘটনা ঘটেছে।
আগুন লাঘার ঘটনায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে তাৎক্ষনিক মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে আগুনের ভয়াবহতায় মেসার্স সাফাত এন্টারপ্রাইজ (প্রোঃ মোঃ নজরুল ইসলাম) নামের একটি ক্রোকারিজের দোকান ও রাজিন কস্মেটিক্স (প্রোঃ মোঃ রাসেল) নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালামাল ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে গেছে।
এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আগুনের ধোঁয়ায় এবং আগুন নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিসের নিক্ষেপ করা পানিতে সোবহান হাওলাদারের পানের দোকান ও বাবুল হাওলাদারের পানের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বন্দরে আগুন লাঘার সংবাদ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এসময় আশপাশের অনেক ব্যবসায়ী নিরাপত্তার জন্য তাদের দোকানের মালামাল অন্যত্র সড়িয়ে নেন। এদিকে আগুন লাঘার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন নবী ও পৌর মেয়র কামাল উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।