এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- জঙ্গিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না “এই শ্লোগান কে সামনে রেখে
দিনাজপুর বিরামপুরে পাবনা জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। আজ (২৫ আগষ্ট) জেলার বিরামপুরে হেযবুত তওহীদ কার্যালয় পাবনায় সন্ত্রাসী হামলা নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,উক্ত মানববন্ধনে বিরামপুর উপজেলার অর্ন্তরগত হেযবুত তওহীদের সকল সদস্য সদস্যাবৃন্দ অত্র মানববন্ধনে উপস্থিত ছিলেন।
অত্র মানববন্ধন অনুষ্ঠানে তারা শ্লোগানে দাবি করেন,হেযবুত তওহীদের সদস্য ভাই সূজন হত্যার বিচার দাবি সহ উক্ত ঘটনার সহিত জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। হেযবুত তওহীদ পাবনা জেলা কার্যালয়ে হামলার কতৃপক্ষের জবাবের জোর দাবি।
সারাদেশের হেযবুত তওহীদের সকল ভাই বোন আমাদের একসূত্রে গাঁথা। আমাদের ভাই সূজনকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদের কে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি।
এবিষয়ে বাংলাদেশে আইন প্রয়োগ কারী সংস্থা কি করছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।
এরই ধারাবাহিকতায় হেযবুত তওহীদের জেলা আমির মাহাবুর রহমান জানান,আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকি। কিন্তু অসাদু কিছু মানুষ ইসলামের বাহিরে থাকা কিছু মহলের ইন্দনে আমাদের পাবনা জেলার কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় আমাদের ১০ জন ভাই মারাত্মক ভাবে আহত হয়েছেন। পাশাপাশি একজনকে তারা নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে দিনাজপুর জেলার সকল উপজেলার কর্মকর্তা গণ সহ সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় ১০জন আহত একজনের নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।।