মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ//
পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। কলাপাড়া থানার মাত্র ৫০ গজ দূরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা।
মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান জানান, রাতে চোরচক্র তালাবদ্ধ মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের একটি জানালার গ্রিল বাঁকা করে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে লোহার তৈরি সিন্দুকটি নিয়ে যায়।
মাওলানা সাইদুর আরও জানান, দানবাক্সে গড়ে প্রতিমাসে ২৫ হাজার টাকা সংগ্রহ হয়। মাস শেষে এসব টাকা ব্যাংকে জমা দেয়া হয়। প্রায় ১ মনের ওজনের সিন্দুকটি একার পক্ষে চুরি করা সম্ভব নয়।
মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, মসজিদের দানবাক্স থেকে অনুমান ২০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া সিন্দুকটির দাম ৫-৭ হাজার টাকা হবে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। চোরচক্রকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।