চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ রবিবার (২১ আগষ্ট ) রাত ২:৪০ মিনিটে অগ্নিকান্ডটি ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো জানা যায় নি। তবে বিদ্যুৎ এর সর্টসার্কীট থেকে আগুনের সূত্র বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি দুর্বৃত্ত অটোরিকশা ও ব্যাটারি চোরেরা ও এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা।
মুদি দোকানদার মুক্তার হোসেন জানান, আমার দোকানে প্রায় ১৫-২০ লক্ষ টাকার মালাল ছিল। আমি এখন নিস্ব। পাশের দোকানদার মুমিন ও কামাল এর সাথে এখনো কথা বলা যায় নি। এছাড়াও আশেপাশের কয়েকটি পানের দোকানের মালামাল ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসকে খবর দিলে সাথে সাথে ই দুটি ইউনিট এসে পৌছে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।
খবর পেয়ে এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আগুন নিয়ন্ত্রণ এ সর্বক্ষণিক স্ব শরীরে চেষ্টা চালান।
এদিকে আগুন নিয়ন্ত্রণ এর পরপরই জানা যায়, সুজালপুর বাজারে আরিফ এর গেরেজ থেকে চারটি অটোরিকশা ও ১২ টি ব্যটারি চুরি করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ এ ব্যস্ত থাকার ফাকে নিরবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এলাকা বাসীর নিকট এখন প্রশ্ন উঠেছে আগুন লাগিয়ে চুরি করার কোন কৌশল অবলম্বন করেছে কিনা দুর্বৃত্তরা।