ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ও বাংলাদেশ পুলিশ গজারিয়া থানার যৌথ আয়োজনে জিস্ট পলিটেকনিকের অডিটোরিয়াম হলে ইভটিজিং, যৌতুক, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাসবাদ ও গুজব বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিস্ট পলিটেকনিক অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ মামুন শরীফ।
আয়োজিত সচেতনামূলক সভায় প্রধান বক্তা গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন উপস্থিত জিস্ট পলিটেকনিকের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, মাদক প্রতিটি বিষয় আমাদের সমাজের ভয়ংকর ব্যাধি। এই ব্যাধি গুলো আমাদের সমাজে ক্যান্সারের মত। আর এই ক্যান্সার দূরীকরনে আপনারা ইঞ্জিনিয়ার হয়ে আর্দশ মানুষ হয়ে সুস্থ সমাজ বিনির্মানে অগ্রনি ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ সেকান্দর আলী, মোঃ ইমরান হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন। সেই সাথে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান ইঞ্জিঃ ইব্রাহিম আহাম্মেদ, ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রিফাত শিকদার, কম্পিউটার বিভাগের প্রধান ইঞ্জিঃ আল-কামা দেওয়ান, ইন্সট্রাক্টর ইঞ্জিঃ ফয়সাল আহম্মেদ, ইঞ্জিঃ আছিয়া আক্তার, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রুহুল শেখ, ইঞ্জিঃ ওমর ফারুক ও আর.এস বিভাগের শিক্ষকা ইতি আক্তার।