সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাঙ্গালির স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজ’র আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান স্বপন’র সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
আলোচনা সভায় প্রধান অতিথি সোহেল চৌধুরী বলেন শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বলেন, বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালী জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে, দেশের প্রতি, ভাষার প্রতি সর্বোপরি মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতোটা গভীর, কতোটা আন্তরিক ছিল। তিনি আরো বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন।
ঘোপাল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক’র সার্বিক তত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যৌথভাবে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ্ সিফাত ও মুহুরিগন্জ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওসমান গনী।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন বুলবুল, এডভোকেট ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মোঃ ইউসুফ বাদল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঘোপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন সহ উপজেলা ও ঘোপাল ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। শেষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করেন আয়োজক কমিটি।