রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর বাস রে’পিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গঠিত সড়ক বিভাগের তদন্ত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খুঁজে পেয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তদন্ত কমিটি বিআরটি প্রকল্পের কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাজুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পেয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, গাফলতি পেয়েছে তদন্ত কমিটি। গতকাল (সোমবার) কাজ করার কথা ছিল না, ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে না জানিয়ে কাজ করছিল।
সোমবার বিকেলে উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার তোলার সময় একটি ক্রেন ভারসাম্য হারায়। এতে ক্রেনে ঝুলে থাকা একটি গার্ডার প্রাইভেটকারের ওপর গিয়ে পড়ে। গার্ডারটি সরানোর পর গাড়িটি থেকে ৫ জনের মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি তদন্তে সোমবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।