চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা সরকারি নির্দেশনা অমান্য করে সেবা না দিয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখা যায়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার ( সিবিএইচবি) ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়ক ট্রাস্ট কর্তৃক ১০-০৮-২২ খ্রীঃ বিজ্ঞাপ্তির মাধ্যমে বলা হয় সকল কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কর্তব্যরত সিএইচসিপিগণ ১৫ আগস্ট সকাল ৯ টা থেকে ১২ টা পযর্ন্ত খোলা রেখে স্বাস্থ্য সেবা প্রদান করা,ও ব্যানার করা। সরকারিভাবে নিয়ম থাকলে ও ফরিদগঞ্জে দেখা যায় তার উল্টো।সরজমিনে গিয়ে দেখা যায় সাফুয়া কমিউনিটি ক্লিনিক, গাব্দেরগাঁও কমিউনিটি, কেরোয়া কমিউনিটি সেবা প্রদান না করে বন্ধ থাকতে দেখা যায়।চরবড়ালি কমিউনিটি ক্লিনিক,ভাটিরগাঁও কমিউনিটি ক্লিনিক খোলা থাকলে ও নেই পতাকা, ব্যানার ও কর্তব্য সিএইচসিবি।বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা ফরিদগঞ্জ উপজেলা ৩৭ টি কমিউনিটি ক্লিনিক থাকলেও ১০ টি ক্লিনিকে সেবা প্রদান করা হচ্ছে বাকী ক্লিনিকগুলো অনেক গুলো বন্ধ ও কয়েকটি ক্লিনিক খুললেও নেই কর্তব্যরত কর্মকর্তা,ব্যানান,পতাকা।এই বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান আমরা খোঁজ নিচ্ছি শোক দিবস পালন করলে আমরা শোকজ করবো।