জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর সমাজসেবা এন্ড ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার সকালে মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সকল শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে পালিত হয়েছে শোক দিবস। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল মোমিন, তিনি বক্তব্যের শুরুতে ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মানবতার বীজ রোপণ করেন ভবিষ্যতে যেনো সেই বীজ বড়ো হয়ে বটগাছের মতো অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। তিনি আরো বলেন- যশোর সমাজসেবা এন্ড ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ১২টি বিষয় নিয়ে কাজ করা হয় তার মধ্যে অন্যতম হলো ১.ফ্রি-ব্লাড ক্যাম্পেইন ২.ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন। ৩.শীত বস্ত্র বিতরণ। ৪.আর্থিক সহায়তা প্রদান। ৫.বৃক্ষ রোপণ কর্মসূচি। ৬.মাদক মুক্ত সমাজ গঠন। ৭. প্রতিভা বিকাশ কর্মসূচি। ৮.স্বাবলম্বী প্রকল্প কর্মসূচি। ৯.বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।১০.দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি।১১.ধর্মীয় উৎসব পালন কর্মসূচি। ১২.অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সভাপতি মো. নবীর হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পরিবেশ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মো. রকি হোসেনসহ গ্রুপের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনায় ও সহযোগিতা করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আশরাফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন- উক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলি, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান খাঁন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে একটি কুইজের আয়োজন করা হয়। সেখানে ১০টি প্রশ্ন উপস্থিত সকল শিক্ষার্থীদের দেওয়া হয়। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়ে প্রথম হয়ে পুরুষ্কার জিতে নেন সজীব হোসেন, দ্বিতীয় পুরুষ্কার জিতে নেন প্রাপ্তি রানী ঘোষ, তৃতীয় পুরুষ্কার জিতে নেন তামিম হোসেন। এছাড়া সকল শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কারিত করার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।