সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী,স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে। উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এ লক্ষে ১৫ আগষ্ট সকাল। ১০ টারদিকে প্রশাসনের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্হবক অর্পণ, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ কতৃক বিক্ষ রোপণ পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদের হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস, এমপি এসময় তিনি বলেন, আজকে শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করতে হবে।
জীবিত মুজিব এঁর চেয়ে মৃত মুজিব আরো বেশি শক্তিশালী। বঙ্গবন্ধুর কলঙ্কজনক হত্যাকান্ডের পর এর সাথে জড়িতরা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো, তারা সফল হতে পারেনি। আজকের দিনটি জাতির জীবনে সবচেয়ে বেশি বেদনার দিন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে না থাকলেও আমাদের মাঝে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসের,মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়,ইউএইচ এন্ড এফপিও মোজাম্মেল হক খান,