ময়মনসিংহের গৌরীপুর চন্দপাড়া মুক্ত স্কাউট গ্র“পের আয়োজনে দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ দীক্ষা অনুষ্ঠানে ৩৭ জন কাব ১০ জন স্কাউট ও ১১ জন রোভার দীক্ষা গ্রহণ করে। গ্র“প সভাপতি ও ময়মনসিংহ জেলা রোভার স্কাউটস কমিশনার প্রফেসর শাহ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা রোভারের সম্পাদক একেএম সামছুজ্জামান। চন্দপাড়া মুক্ত স্কাউটস গ্র“পের প্রতিষ্ঠাতা উড ব্যাজার বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা রোভারের ট্রেজেরার সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা স্কাউট লিডার একেএম সাইফুল হক, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, গ্র“পের উডব্যাজার এ এফএম এনামুল হল মামুন, জন্মজয় কুমার দাস, মানিক মিয়া, ইমাম হোসেন, ইউনিট লিডার লিয়া আফরোজ, বাদশা প্রমুখ।
দীক্ষা শেষে ৪ জন মেধাবী স্কাউট তৃবা, রাব্বি, শাপলা, তাহসিন, প্রতিভা অন্বেষনে বিজয়ী পূজা ও ৬ জন শ্রেষ্ঠ কাব, স্কাউট, রোভার জিসান, বর্ণ, মীম, পার্থ, পূজা, তানভীরকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি প্রফেসর লুৎফর রহমানকে অনুষ্ঠানের সভাপতি গ্র“পের স্কার্ফ পড়িয়ে সহ-সভাপতি হিসেবে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্র“পে বরণ করে নেন।