স্বাধীনতার পর থেকে প্রজন্ম থেকে প্রজন্ম খেলাধুলা করে যে মাঠটিকে আঁকড়ে ধরে রেখেছে আজ সেই স্মৃতি বিজড়িত মাঠটি ভূমিদস্যুর কবলে পড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্রীড়ামোদী কিশোররা। তাদের প্রিয় ফুটবল খেলার মাঠটি রক্ষার্থে মানববন্ধন করেছে। মঙ্গলবার (৯ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শুভপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের জগন্নাথ সোনাপুর ও জয়চাঁদপুর এলাকা নবাব শমশের গাজী নর্দমা সংলগ্ন মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোনালী প্রজন্ম ক্লাবের উদ্যোগে শত শত সদস্য ও গ্রামবাসী সহ এ মানববন্ধনে অংশগ্রহন করে। সোনালী প্রজন্ম ক্লাবের পরিচালনা কমিটির সদস্যরা জানান, আমাদের দাদা, ইজাদের আমল থেকে এ মাঠে প্রজন্ম থেকে প্রজন্ম এ মাঠে খেলাধুলা করে আসছে বলে শুনে আসছি। আমরাও ছোট বেলা থেকে এ মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। কিন্তুু বর্তমানে স্থানীয় কিছু নব্য ভুমিদস্যু এ মাঠের উপর নজর পড়েছে এবংকি গাছ রোপন করার জন্য পুরো মাঠে গর্ত করে রেখেছে। এমতাবস্থায় আমাদের প্রজন্মরা ভবিষ্যতে কোথায় খেলাধুলা করবে এনিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি। তারা আরো জানান, এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন পলাশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের প্রিয় মাঠটি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে খেলাধুলা করার জন্য উম্মুক্ত করে দিক। এ মাঠটি কোন মালিকানা নেই বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।
সোনালী প্রজন্ম ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন তপু, পরিচালনা কমিটির সদস্য ইমরান হোসেন রাসেল, আজাদ হোসেন আজাদ, মোশারফ হোসেন সজিব, নুরের নবি, জাহিদুল ইকবাল সোহাগ, আজহারুল হক রনি, ইকবাল হোসেন, সদস্য রিপন, ফরায়েজি, শিমুল, সবুজ, আকবর, তপু, ইমন, রহিম, তুহিন, বেলাল, রিফাত, জাবেদ, জোবায়েদ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।