আসছে আগামী যশোর জেলার মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও ইউনিয়নব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বর্তমান হরিহরনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাস্টার মো. জহুরুল ইসলাম। তিনি ইতোমধ্যে আবারও ইউনিয়নব্যাপী ভোটারদের মুখে মুখে আলোচনায় চলে এসেছেন। বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ, অসহায়, খেটে খাওয়া দরিদ্র মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন। সেই সাথে ইউনিয়নব্যাপী ভোট প্রার্থনাও করছেন। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ইউনিয়নবাসীর সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিহরনগর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে আবারও চেয়ারম্যান হতে চান। এজন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে, পাড়া, মহল্লায় ও মোড়ে মোড়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে সবসময় ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতির সাথে দেশকে সুষ্ঠ এবং সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি তৃনমূলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। গ্রামকে করতে হবে শহর। গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি।