ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে বহ্মপুত্র নদ ও চর থেকে অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট বছরে কয়েক কোটি টাকার বালু পাচার করে যাচ্ছে। গত শুক্রবার (২৯জুলাই) নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চরভেলামারী গ্রাম থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় দু’টি ভেকু আটক করে।
উক্ত ঘটনায় বেতাগৈর ইউনিযনৈর উপ-সহকারী ভূমি কর্মকর্তা নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলেও কোন আসামীর নাম উল্লেখ করে নাই। নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ঠা আগস্ট) প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।
নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটির আহবায়ক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটির যুগ্ম আহবায়ক এ হান্নান আল আজাদ, মানবাধিকার কমিশনের দপ্তর সম্পাদক মাহাবুব আলম খান, শাফায়েত আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে চরভেলামারী এলাকা থেকে ভবিষ্যতে অবৈধ উপায়ে কেহ যাতে বালু উত্তোলন করতে না পারে এর জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান। এছাড়া মামলার তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট প্রদানের জোরদাবী জানান।