নোয়াখালীর সোনাইমুড়ী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুয়াই গ্রামের রফিক উল্যাহর ছেলে ফাহাদ হোসেন (১৯), শারাফাত হোসেনের ছেলে নাহিদ (১৯) ও সারাফতের ছেলে আজিম (২০)।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নদনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি পাইপগান জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিকেলে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
তিনি বলেন, অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে ফাহাদের কাছে শপিং ব্যাগভর্তি একটি পাইপগান ও জিজ্ঞাসাবাদের পর আজিমের বাড়ি থেকে আরও একটি পাইপগান জদ্ধ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আসামিরা দীর্ঘদিন থেকে অস্ত্রের কেনাবেচা করে আসছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ নাজমুল হাসান রাজিব, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ, ডিবির পরিদর্শক মো. কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।