জেলার শ্রেষ্ঠ সমবায়ী ২০২১নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিশিষ্ট সমবায়ী মোঃ রাশেদুল ইসলাম বাবু। তিনি যুব বা বিশেষ ব্যবসায়ী ক্যাটাগরীতে পল্লী অর্থনৈতিক সংযোগ ও আত্ম স্বাবলম্বী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেঁনাসা) এর পক্ষে সাধারন সম্পাদক এবং বহুমূখী ক্যাটাগরীতে “রুপালী সোস্যাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষে চন্দনা রানী। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি শোভাগঞ্জের ব্যবসায়ী।
জানা যায়, সম্প্রীতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সমবায়ীদের মূল্যায়ণ ২০২১ এ জেলার বিভিন্ন শ্রেণীর সমবায়ীদের বিশদভাবে যাচাই বাছাই করে এই দুটি ব্যবসায়ী সমবায় সংগঠন কে আলাদা আলাদা দুটি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।এছাড়াও আরও চারটি সমবায় সংগঠন কে শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
সেগুলো হলো-সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরীতে ঊষা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (সদর),কৃষিতে খোর্দ্দ রুহিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড(সাদুল্লাপুর), মৎস্য ক্যাটাগরীতে চকচকিয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড (সাঘাটা),এবং মহিলা বিষয়ক ক্যাটাগরীতে কেশোরীডাঙ্গা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড (সাদুল্লাপুর)।
গত ২৭ জুলাই এসব ব্যক্তি ও সংগঠন কে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হিসেবে ঘোষনা দেন উক্ত নির্বাচন কমিটির সভাপতি জেলা প্রশাসক জনাব মোঃ অলিউর রহমান।এসয় জেলা সমবায় অফিসার নির্বাচন কমিটির সদস্য সচিব ও কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন বলে জেলা সমবায় অফিসার আনিছুর রহমান তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, পল্লী অর্থনৈতিক সংযোগ ও আত্ম স্বাবলম্বী ব্যবসায়ী সমিতি লিমিটেড ও এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বাবু উপজেলা পর্যায়ে আরও চার চারবার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।
এমন ঘটনার তীর্ব নিন্দা জানিয়ে তদন্তপূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহব্বান জানান জাগ্রত সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃআবু তালেব,সভাপতি মোঃসিরাজুল ইসলাম,সহ-সভাপতি মোঃতরিকুল ইসলাম, কেন্দ্রীয় মহাসচিব এস ডি সুমন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগন।