আজ রবিবার স্থানিয় সরকার বিভাগের সম্মেলনে কক্ষে চট্টগ্রামের মহানগরীতে জলবদদ্ধতা নিরসনে গৃহিত পদক্ষেপ সমুহের অগ্রগতি পর্যালোচনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী এক বক্তব্যে বলেন প্রকল্প গ্রহণের নামে সরকারি অর্থের অপচয় করা যাবে না। ‘
ইমপেক্ট এবং আউটপুট’ বিশ্লেষণ করে প্রকল্প নেয়ার তাগিদ দিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
চট্টগ্রাম দেশের ইকোনমিক হাব হিসেবে পরিচিত। এই শহরটি দেশের আইডল সিটি হবে হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। দেশের অর্থনীতির অন্যতম এই শহরকে কোনোভাবেই অবমূল্যায়ন করার উপায় নেই।
আমরা দায়িত্বে চিরকাল থাকবো না। আজ মন্ত্রী বা সচিব বা বড় কোনো পদে আছি। কালকে নাও থাকতে পারি।
কিন্তু আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি তাহলে দেশটাতে পরিবর্তন আসবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত-সমৃদ্ধ সুন্দর একটি দেশ পাবে।