বাংলাদেশের শীর্ষস্হানীয় মানবাধিকার ও আইনগত সহায়তা প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র ( আসক) -এর সাবেক সিনিয়র তদন্ত কর্মকর্তা, লন্ডন ভিত্তিক অনলাইন মিডিয়া সোজা কথা’র সম্পাদক, বর্তমানে লন্ডন প্রবাসী মানবাধিকার কর্মী ও আইনজীবী শাহ আলম ফারুক বার এট ল ডিগ্রী অর্জন করেছেন। গত ২৬ জুলাই মংগলবার লন্ডনের লিংকনস ইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ইংল্যান্ড ও ওয়েলসে আইনী সেবা প্রদানের জন্য ব্যারিস্টার হিসেবে তালিকাভূক্তির সনদ প্রদান করা হয়। সনদ প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাপসনিঊজকে ব্যারিষ্টার শাহ আলম ফারুক বলেন- বাংলাদেশের আইনী কাঠামোতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া একটা দুরুহ ব্যাপার বটে। মানবাধিকার লংঘনের শিকার বহু মানুষ প্রকৃত অর্থে কোন বিচারই পায় না। মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে যা দেখেছি তা বর্ণনাতীত। আমার এ অর্জন যাতে সেই সাধারণ হতভাগ্য মানুষের কাজে লাগে তার জন্য আমি বর্তমানের মত ভবিষ্যতেও যথাসাধ্য সক্রিয় থাকবো।
উল্লেখ্য, ব্যারিষ্টার আলম এর আগে ইউকে’র নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইতিহাসে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট মি: আল গোরে প্রতিষ্ঠিত ক্লাইমেট রিয়েলিটি নামের সংস্থার একজন ক্লাইমেট লিডার। ব্যক্তিগত জীবনে তিনি নোয়াখালী বারের প্রয়াত বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম বাদশা আলমের দ্বিতীয় পুত্র এবং নোয়াখালী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপ্যাল আকতারী বেগম ও সুরমা সম্পাদক এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারী শামসুল ইসলাম লিটনের ভাই।