নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসবে জাতীয় পার্টি। রবিবার (৩১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পার্টির প্রতিনিধি দল সংলাপে দলীয় প্রস্তাবনা তুলে ধরবে।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ই’স’লা’ম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ই’মাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ই’স’লা’ম সেন্টু, মো. রেজাউল ই’স’লা’ম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ই’স’লা’ম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গো’লাম মোহাম্ম’দ রাজু।
সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করবে জাতীয় পার্টির মহাসচিব।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭ জুলাই ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এই চলমান সংলাপ শেষ হবে। এদিন সংলাপে জাতীয় পার্টি ছাড়াও ইসির সঙ্গে সংলাপে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগও।