মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার:
২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রুপান্তরিত করতে হবে এই উপলক্ষে একশন এইড বাংলাদেশ ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনৌমিক মডেলিং (SANEM) আয়োজিত যুব জনগোষ্ঠী আার্থ সামাজিক ঝুঁকি উন্নয়ন নীতি এবং বরাদ্দ পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়,
উক্ত সভার মন্ত্রী বলেন আমরা উন্নত সমৃদ্ধ দেশে রুপান্তরিত করতে হলে আমাদের যুব সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করতে হবে। যুবকরা এই দেশের শক্তি।
আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথী। তাদের অংশগ্রহণ দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহজ করে দিবে।
এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পথ নকশা তৈরি করেছেন এবং সে অনুযায়ী কাজ করে চলেছেন।
এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, সাফল্যের গল্প আছে। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই।
সমালোচনা থাকবেই। কোনো দেশের সরকার সমালোচনার উর্ধ্বে নয়