এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর পৌর শহরের কলেজ বাজারে মোটর সাইকেলের ধাক্কায় আহত পথচারী
মমতাজ উদ্দিন (৫৮) সোমবার ভোরে (২৫ জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
মৃত্যু বরণ করেছেন। তিনি শহরের চাঁদপুর মহল্লার আব্দুল আজিজের ছেলে।
জানা গেছে, বিরামপুর কলেজ বাজারে রাস্তা পারাপারের সময় রবিবার সন্ধায়
মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর হাসপাতালে
প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
পৌরসভার সংশ্লিষ্ট ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।