মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানকে স্থানীয় এমপি পংকজ নাথ কর্তৃক কোপানোর নির্দেশের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ম্যাব সমিতির নেতারা। এ বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে ২০-০৭-২২ ইং তারিখে এক প্রেস রিলিজ এর প্রেরন করেন তারা। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পৌরসভা সমিতি ম্যাব এর পক্ষ থেকে শুভেচ্ছা। দেশের ৩২৯ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ সমিতি ম্যাব। বরিশাল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব পংকজ নাথ মোবাইল ফোনের মাধ্যমে বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানকে গালিগালাজ ও অশালীন আচরণ এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। যা একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অন্য সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য কাম্য নয়। একজন জনপ্রতিনিধি হিসাবে অন্য সকল জনপ্রতিনিধির প্রতি সম্মান প্রদর্শন একান্ত কাম্য। এলাকার সার্বিক উন্নয়নে মাননীয় সাংসদ হিসাবে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রসর হবেন এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে এ ধরনের অযাচিত অনভিপ্রেত কার্যক্রম থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখবেন এই প্রত্যাশা করি। বরিশাল -৪ আসনের মাননীয় সংসদ সদস্যের এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ পৌরসভা সমিতি ম্যাব চরম ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছে। প্রসঙ্গত গত ৪-০৭-২২ ইং তারিখে পৌর মেয়র এর অনুসারী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল হায়দার চৌধুরীর দুই হাতের রগ কেটে দেয় পংকজ নাথ এমপির অনুসারীরা। এর ফলে মেয়র কামাল উদ্দীন খানের পক্ষ থেকে যেন প্রতিবাদ না করা হয় সেজন্যই স্থানীয় সাংসদ পংকজ নাথ, থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান এর মুঠোফোনে মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানকে কোপানোর হুমকি দেয়। পরবর্তীতে হুমকির অডিও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ও ফেসবুকে ভাইরাল হয়। হুমকির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সমিতির প্যাডে সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন ইয়াদ স্বাক্ষরিত।