১৯৬৪ সালের আজকের এইদিনে মেঘনার কোল ঘেষে তাঁর জন্ম। বলছি শ্রদ্ধেয় গবেষক অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান স্যারের কথা। তিনি ১৯৬৪ সালের ২১ জুলাই চাঁদপুর জেলার মতলব উপজেলার জহিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মরহুম মো: আবদুল হাকিম সরকার এবং মায়ের নাম মিসেস মমতাজ বেগম। স্ত্রী ফেরদৌসী মমতাজ এবং কন্যা সেঁজুতি ও পুত্র সাকিবকে নিয়ে তাঁর সুখের সংসার। শিক্ষাজীবনে অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান তার নিজ এলাকার এখলাছপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি তোলারাম কলেজ থেকে এইচ.এস.সি সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৮৫ সালে সম্মানসহ স্নাতক এবং ১৯৮৬ সালে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে এম.ফিল এবং ২০০২ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে দায়িত্বপালনকারী অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সম্মানিত সদস্য। তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন, দায়িত্ব পালন করেছেন শিক্ষা সংক্রান্ত নানান সরকারি দপ্তরেও। সাহিত্যের স্বজন, নন্দন শিল্পের পরম মান্নান স্যারের জন্মদিনে জানাই শুভেচ্ছা, সশ্রদ্ধ অভিবাদন, অতল ভালোবাসা। আপনার জন্মদিন শুভ হোক, প্রিয় সাহিত্যিক। আপনি ভালো থাকুন, জীবনানন্দে বাঁচুন, সুস্থ ও সুন্দর থাকুন। শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর। প্রিয় গবেষক, লেখক সরকার আবদুল মান্নান রচিত আলোচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ‘উপন্যাসে তমসাবৃত জীবন নরেশচন্দ্র সেন গুপ্ত, জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘জগদীশ গুপ্তের রচনা ও জগৎ’, ‘শিক্ষা ও স্বদেশচিন্তা’, ‘কবিতার রূপকল্প ও আত্মার অনুষঙ্গ’, ‘গল্পের আল্পনা’, ‘কবিতার স্থাপত্যরীতি ও অন্যান্য প্রবন্ধ’, ‘বাংলা কথাসাহিত্য আধুনিকতার কুশীলব’ অন্যতম। শিশুসাহিত্যের প্রতি রয়েছে তাঁর বিশেষ দুর্বলতা। তাঁর লেখা শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে : দুষ্টু রাজকুমার ও অন্যান্য গল্প, জলের সঙ্গে শৈশব, কাক ও পুতুলের গল্প, ইঁদুর শিকারি ডুরি, পালতোলা নৌকা, জ্যোছনা রাতে ভূত, গল্পগুলো চিরকালের (সম্পাদিত), চিল ও মুরগীর ছানা।
সবশেষে আবারো দৈনিকবাংলার অধিকারের পক্ষ থেকে প্রিয় লেখক-গবেষক-শিক্ষক, পাঠকের প্রিয় ও পরম শ্রদ্ধেয় অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান স্যারকে জানাই জন্মদিনের নিরন্তর শুভেচ্ছাঞ্জলি। আপনার সকল শুভ কামনার, প্রচেষ্টার জয় হোক।