মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান এর ৩য় পর্যায়ের ২য় ধাপে উপজেলার ০৪টি পরিবার পেলেন জমি ও গৃহ।
আজ বৃহস্পতি বার সকাল ১০ঘটিকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাড়াদেশের ২৬,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান(৩য় পর্যায়ের ২য় ধাপে)করেন।যা একযোগে বিভিন্ন টিভি চ্যানেল সম্প্রাচার করে।সারাদেশের ন্যায় গজারিয়া উপজেলা প্রশাসনও একটি অনুষ্ঠানের আয়োজন করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখিঁ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দা ইয়াছমিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃরফিকুল ইসলাম বীর প্রতীক,গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া ইউঃপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ,ইমামপুর ইউঃপি চেয়ারম্যান মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু প্রমুখ।
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে গজারিয়ায় ৩য় পর্যায়ে মোট ১১টি পরিবার জমি ও গৃহ পেয়েছেন।