গত ১৫ জুলাই নড়াইলে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইল-লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নে হিন্দুদের উপর অমানবিক পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে-
আজ চাঁদপুর কালিবাড়ী মোড়ে এক প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব মহাজোট এর সভাপতি শিবু চন্দ্র দাস, তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান- নড়াইল সহ দেশে বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একূদল তাদের নিজে সাথ্য পুরনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিমা-মন্দির, ঘর-বাড়ি, লুটপাট ভাংচুর এবং অগ্নিসংযোগ করে, এর প্রতিবাদে সারা দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচিতে দেয়া হয়েছে,
আজ চাঁদপুর কালীবাড়ি মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর সদর উপজেলা, হাজীগঞ্জ উপজেলা,ফরিদগঞ্জ উপজেলা,কচুয়া উপজেলা সহ সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান ও সকল সনাতনী হিন্দুগণের প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য অভিহিত করেন।
বক্তারা বলেন এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় আজ হিন্দুদের উপর হামলার মতো ঘটনা ঘটছে এটা খুবই দুঃজনক। যুব মহাজোটের নেতারা বলেন একদল আছে ফেইক আইডি খুলে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য, এবং হিন্দুদের কারো সাথে ঝামেলা থাকলে এই আইডি খুলে উদ্দেশ্য হাসিল করে, আর হিন্দুদের উপর হামলা ও বাড়ী ঘর দখল করে,
নেতারা জানান আমরা সরকারের কাছে দাবী জানাই এর সুস্পষ্ট তদন্ত করে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীূের আইনের আওতায় আনা হোক,সঠিক বিচার হলো হিন্দুদের উপর হামলা, লুটপাট অগ্নিসংযোগের মতো ঘটনা আর ঘটবে না।