নড়াইলের লোহাগড়া উপজেলাধীন দিঘলিয়া ইউনিয়নের সাহাপাড়ায় সাম্প্রদায়িক অপশক্তির অপ-তৎপরতায় বাঙালির হাজার বছরের সংস্কৃতি “সাম্প্রদায়িক সম্প্রীতি” বিনষ্ট করার লক্ষ্যে ঘটে যাওয়া সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী, সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ এতে অংশ নেন। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু এবং জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন বাংলাদেশে কখনোই সাম্প্রদায়িক অপশক্তিকে বরদাস্ত করা হবে না। ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী দেশ ও জাতির শত্রু। যেখানে প্রতিটি ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে সেখানে এই চক্র ধর্মকে পুঁজি করে নোংরা ও ষড়যন্ত্রের রাজনীতিতে মেতে উঠে। এসময় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকার এবং দল সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। অসাম্প্রদায়িক ও সোনার বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতেও সকল সহায়তার হাত প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।