সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌর শহর জমাদ্দার বাজারে অবৈধভাবে পার্কিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২০ জুলাই) দুপুর ২ টায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম’র নেতৃত্বে অবৈধভাবে যত্রতত্র সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল এবংকি লাইসেন্স না থাকার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ টি মামলায় ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফখরুল ইসলাম জানান, অবৈধভাবে কোন গাড়ী পার্কিং করা যাবেনা, লাইসেন্স বিহীন কোন ধরনের গাড়ী না চালানোর আহবান জানান পাশাপাশি জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন গণমাধ্যমকর্মীদের। তিনি আরো জানান পৌর শহরের জমাদ্দার বাজারে অবৈধভাবে যারা সরকারী জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট পসরা সাজিয়ে ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে অতি শীগ্রই সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে উচ্ছেদ অভিযান পরিচালনায় করব। এসময় ছাগলনাইয়া থানা একদল পুলিশ টিম সহযোগিতায় ছিলেন।