এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিরামপুর থানা সূত্রে জানা যায়, ঈদের আগের দিন দুপুরে শাওমি মোবাইল কোম্পানির সেলসম্যান হামিদুর রহমান বিরামপুর শহরে বিভিন্ন দোকানে মোবাইল ফোন ডেলিভারি করার সময় একটি ব্যাগে থাকা দশটি দামী শাওমি মোবাইল ফোন হারিয়ে ফেলে। এ ঘটনায় হামিদুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিরামপুর থানার পরিদর্শক (এসআই) এরশাদ প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, একজন অটোচালক মোবাইলগুলো পেয়ে একটি নিজে ব্যবহার করছেন আর একটি বিক্রি করেছেন। পরে এসআই এরশাদ অভিযান চালিয়ে মুঠোফোনগুলো উদ্ধার করেন। এছাড়াও বিরামপুর শহরের বিভিন্ন স্থানে চুরি ও হারিয়ে যাওয়া পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত একাধিক চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মুঠোফোনগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ব্যবহৃত মোবাইল ফোন অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীর অসচেতনতার কারণে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাচ্ছে। পুলিশের অভিযানে ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া গেলেও ব্যবহারকারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়ে যাচ্ছে। ব্যবহারকারী সতর্ক হলেই মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়া কমে যাবে। সেই সঙ্গে অন্যের ব্যবহৃত পুরনো মোবাইল ফোন কিনে অনেকেই আইনগত সমস্যায় পড়ছেন। তাই অন্যের ব্যবহৃত পুরনো মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।