সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা নোয়াখালী, ফেনী, লক্ষিপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওয়াতাধীন ৩ দিনব্যাপী কৃষিমেলা-২০২২ এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা সুভাস চন্দ্র নাথ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মনির আহম্মদ।
উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি নির্ভর ও কৃষকদের অত্মনির্ভরশীল করার লক্ষ্যে একদম তৃণমুল পর্যায়ের কৃষকরা যাতে অধিক ফলন ফলাতে পারে এবং কৃষকদের উৎপাদন মুখী করার লক্ষ্যে মানসম্পন্ন বীজ, সার, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ সুবিধার ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো সম্পর্কে সচেতন করার লক্ষ্য বাস্তবায়নে ছাগলনাইয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে প্রায় ১২ টি কৃষি স্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।