করোনা সংক্রমণের জন্য গত দু’বছর কলকাতায় ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ করা যায়নি। দু’বছর পর ২১ জুলাইয়ের সমাবেশ হবে কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে। এই সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই উপলক্ষে দিকে দিকে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন একুশে জুলাই উপলক্ষে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক খর্দ্য অঞ্চলের উদ্যোগে,অঞ্চলের সকল তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে চাঁদা হাই স্কুলে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডা: হা:২ নম্বর ব্লকের যুব সভাপতি ও বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন,পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানিক,দক্ষিন ২৪ পরগনা জেলার তৃনমূল যুব কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম শেখ,বিশিষ্ঠ শিক্ষক নেতা আজিম, আবুল ফারাহ সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। আবারো কিছুটা করোনা বাড়বাড়ন্ত সেই পরিস্থিতির কারণে সাধারণ মানুষদের সতর্ক করার জন্য ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন সহ সকল নেতৃত্ব রা নিজ হাতে এদিন প্রস্তুতি সভার শেষে সকল দলীয় কর্মী সমর্থকদের কে স্যানিটাইজার ও ম্যাক্স পরিয়ে দেয়।ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন কেন্দ্রীয় মোদী সরকারের একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ও পেট্রোল, ডিজেল সহ আরো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছে,।