সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ক্যান্সার আক্রার এক নারীর জন্য রক্ত চেয়ে পোস্ট করেন রোগীর স্বজন। সেই পোস্টটি নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের নজরে পড়লে তিনি কমেন্স বক্সে রক্ত দেওয়ার আগ্রহ পোষণ করেন।
পরে বুধবার দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ওই নারীকে এক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত দেন।
জানা গেছে, উপজেলার রাজাবাড়িয়া গ্রামের কবির মিয়ার স্ত্রী পারভিন আক্তার ছয় বছর ধরে ক্যান্সার রোগে ভুগছেন। এজন্য প্রতি মাসে পারভিনের জন্য রক্ত জোগার করতে হয় স্বজনদের।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) রক্ত চাওয়া সেই পোস্টটি দেখে সংসদ সদস্য রক্ত দেওয়ার আগ্রহ দেখান।
পারভিনের স্বামী কবির মিয়া বলেন, প্রতিমাসে রক্ত জোগাড় করতে তাঁর হিমশিম খেতে হয়। এই রোগের চিকিৎসা চালিয়ে যেতে তার সহায়-সম্বল বিক্রি করতে হচ্ছে। মঙ্গলবার এক আত্মীয় ফেসবুকে পোস্ট দিলে আমাদের এমপি সাহেব রক্ত দেওয়ার কথা জানান। একজন এমপি আমার স্ত্রীকে রক্ত দিবেন এটা কল্পনা করা যায়না।
এই বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, আমি অন্যদের রক্তদানে উৎসাহ জোগাতে ওই নারীকে রক্ত দিয়েছি। তাছাড়া আমি বিশ^াস করি মানুষ মানুষের জন্য। এখানে কে এমপি আর কে সাধারণ মানুষ সেটা দেখার বিষয় নয়।