মেহেন্দিগঞ্জ ৫নং সদর ইউনিয়নে ঘটনাকে কেন্দ্র করে, বাজিত খা গ্রামের ৩নং ওয়ার্ড’র বাসিন্দা ১।মোঃ এছাক বেপারী(৭৬)
পিতাঃআব্দুল সত্তার ২।শহিদুল হোসেন বেপারী(৩০)
পিতাঃএছাক বেপারী ৩।সফিকুল হোসেন(২৫)
পিতাঃএছাক বেপারী এদেরকে মারধর করেছেন।
স্থানীয়রা জানান ৩নং ওয়ার্ডের বাসিন্দা ১।মোঃআব্দুল রাজ্জাক বেপারী (৬০)পিতাঃসত্তার বেপারী ২।মোঃআব্দু্ল সোবাহান(৫৫)
পিতাঃসত্তার বেপারী ৩।মোঃরুবেল হোসেন বেপারী পিতাঃরাজ্জাক বেপারী ৪।বেল্লাল বেপারী পিতাঃরাজ্জাক বেপারী ৫।রিয়াজ বেপারী পিতাঃরাজ্জাক বেপারী এরা সহ আরো তির চার জন মিলে তাদের ডেকে নিয়ে মারধর করে।
মোঃএছাক বেপারী বাবা পিতাঃমৃত্যুঃসত্তার বেপারী বেলে গিয়েছে যে আমার সম্পত্তি যাহা আছে।তোমাদের ভাই এছাক বেপারী তোমাদের কে ভাগাভাগি করে দিবে। তিনি সবাইকে সম্পত্তি দিলেন।কিন্তু এছাক বেপারী কেনা সম্পত্তি ও তাদের ভাইরা ধাবি করে থাকেন।এর আগে ও এছাক বেপারী কেনা সম্পত্তি নিয়ে জামেলা হয়েছিল।তাহ ইউনিয়নের চেয়ারম্যান রিপন দেওয়ান তাতের কে করে দেবে দিবে
রিহাদ, সেলিমের দোকানের বিস্কিটের ডিব্বা দরার কারনে
তারই জের ধরে আজ সকাল সাত টার সময় সেলিম মাদবার তার দোকানে বসে গরম পানি ঐ শিশুর গায় নিখেপ করে।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রিহাদ’র অবস্থা আশঙ্কাজনক।
এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আহত’র পরিবার।
তবে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ রফিকুল ইসলাম ও এস আই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।