মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার://
বন্ধুত্বের বন্ধন, দৃঢ় হোক আজীবন। এমনই ভাবনা থেকেই বরিশাল গ্রান্ড পার্ক হোটেলে বরিশাল বিভাগের এসএসসি ২০০৪ ব্যাচের লোগো উন্মোচন ও ইদ পূর্ন মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতোকাল রাত ৮ টার সময় বরিশাল গ্রান্ড পার্ক হোটেলে বরিশাল বিভাগীয় এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় বরিশাল বিভাগের প্রত্যেক জেলা থেকে সকল বন্ধুদের পদচারণায় মুখরিত ছিলো হোটেল গ্রান্ড পার্কের কনফারেন্স রুম।
এছাড়াও পটুয়াখালীতে এক মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার বন্ধু সাইফুল কে নগদ অর্থ প্রদান সহ আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকল সদস্যদের আহবান করা হয়েছে।
উক্ত লোগো উন্মোচন ও ইদ পূর্ন মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন হায়দার, জেলা প্রশাসক, বরিশাল। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের, ডেপুটি ডাইরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল জেলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ২০০৪ ব্যাচের বন্ধু মাফজুল ইসলাম মিলন বলেন, আমরা আজকে এখানে মিলিত হয়েছি বন্ধুত্বের টানে, আত্মার টানে। এই টান আসে হৃদয় থেকে, কলিজা থেকে। আবেগাপ্লুত হয়ে মিলন আরো বলেন, আমি যখন বন্ধুদের জন্য নিঃস্বার্থ ভাবে কিছু করতে যাই,তখন অনেকেই আমাকে পাগল বলে, কিন্তু যখন আমি আমার সেই বন্ধুটির পাশে দাড়াতে পারি, আমার দ্বারা আমার কোন বন্ধুর সহযোগিতা হয়, তখন আমার খুব ভালো লাগে, আমার কলিজা ভরে যায়, তাই আজকের আমাদের এই মিলন মেলার আয়োজন, আর তাছাড়া আজকের এই মিলন মেলার আয়োজনে আমাদের বন্ধু সাইফুল এর পরিবারের সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তাই তার পাশে দাড়ানোর লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা আমাদের সাধ্যমতো সাইফুল এর পাশে দাড়াবো।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাদের বলেন, বন্ধুত্বের এই বন্ধন আজীবন যেনো শক্ত থাকে, এবং পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ্য পূর্ন আচরণ করে, সেই বিষয় লক্ষ্যে রাখতে হবে, এবং বন্ধুর বিপদে বন্ধুই পাশে দাঁড়াবে, এমনই হোক আমাদের অঙ্গিকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, আপনাদের এই বন্ধুত্ব দেখে আমি আমার সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে, আমারও ইচ্ছে হয়, বাল্যকালের সেই বন্ধুদের সাথে হাসি, আড্ডা ও আনন্দে মেতে উঠি। এছাড়াও স্মৃতিচারণ করে আরো বলেন, স্কুল বন্ধু, কলেজ বন্ধু, ভার্সিটি বন্ধু ও বাহির দেশের বিভিন্ন ধরনের বন্ধু রয়েছে এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় রাখার দ্বায়িত্ব আমাদের। বন্ধুত্ব কখনও ধনী, গরিব মানে না। বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর।
এছাড়াও জসিম উদ্দিন হায়দার আরো বলেন, আপনাদের বন্ধু সাইফুল এর পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি শুনেছি, খুবই মর্মান্তিক। এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আমি জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে আর্থিক ভাবে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবো।