কুড়িগ্রামের রাজারহাটে ঈদের দ্বিতীয় দিনে ৭২ টি গরু কোরবানি করে হত দরিদ্র প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে তাজা মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ১১ জুলাই সোমবার সকাল ৭ টায় উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়ন পরিষদে একযোগে এ মাংস বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশের ই ইপি প্রকল্পের রাজারহাট প্রজেক্ট ম্যানেজার মনির হোসেন বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের মুসলিম পরিবার যাদের কুরবানী দেয়ার সামর্থ্য নেই, তাদের জন্য ৭০টি এবং কুড়িগ্রামে শিশু পরিবারের মাঝে দুইটি গরু কোরবানি করে ২১৬০ জনকে প্রত্যেককে দুই কেজি করে তাজা মাংস বিতরণ করা হয়। বিতরণকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ময়েন উদ্দিন, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকির পশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ছিনাই ইউপি চেয়ারম্যান সহঃ বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল এবং নাজিমখান ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক পাটোয়ারী (নয়া) রাজারহাট মডেল প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম নীলের কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন।। নতুন ব্যাগে দুই কেজি পেয়ে খুশিতে পেট ভাতা গ্রামের হালিমা বেগম ও হাসনা বেগম , গফুর মাংসের প্যাকেট হাতে পেয়ে তারা মহাখুশি। রতিরাম কমলওঝা রাশিদা বলেন, শশুর ও শাশুড়িসহ আমারা ভালোভাবে এ মাংস খেতে পারবে।