ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বনানী কবরস্থানে শায়িত করা হবে শর্মিলী আহমেদ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

দেশের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বা’স ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বাদ জুমা রাজধানী উত্তরার একটি মসজিদে শর্মিলী আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরে শর্মিলী আহমেদ সমাহিত হবেন বলে জানিয়েছেন অভিনেত্রীর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি।

শর্মিলী আহমেদের মরদেহ এখন তার উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসায় রাখা হয়েছে।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন‘আয়না ও অবশিষ্ট আবির্ভাব’ সিনেমায়। কিছু উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অ’ভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’দহন’ইত্যাদি সিনেমায় অ’ভিনয় করেন। ‘আগুন, সিনেমায় প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অ’ভিনয় করেন।

এছাড়াও এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অ’ভিনয় করে সবার মন জয় করেছেন।

Don`t copy text!