খুলনায নুতন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেলেন মোঃ জিল্লুর রহমান চৌধুুরী মঙ্গলবার ২১ জুন
প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৯ মে খুলনার বিভাগীয় কমিশনার মোঃইসমাইল হোসেন কে পদন্নতি দিয়ে খাদ্যমন্ত্র
ণালয়ের সচিব করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী সুনামগঞ্জ সদর এ জন্ম গ্রহন করেন,তার পিতার নাম দিলশাদ মিয়া চৌধুরী,মাতার নাম বেগম হাজেরা চৌধুরী, বৈবাহিক অবস্হা বিবাহিত।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর।পরবর্তিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভাসিটি থেকে
ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৩ তম ব্যাচ বি,সি,এস ক্যাডার।
চাকরি জীবনের শুরুতে লাল মনির হাট জেলা প্রশাসকের কর্যালয়ে সহকারী কমিশনার হিসাবে ও নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।
সিলেট জেলার জৈন্তাপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন।জেলাপ্রশাসক হিসাবে লক্ষীপুর ও চট্রগ্রাম জেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি উপসচিব হিসাবে হিসাবে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।যুগ্মসচিব হিসাবে তিনি খনিজ সম্পদ মন্ত্রণালয়,স্বাস্হ্য সেবা বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।