খুলনার দাকোপ থানার নবাগত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্বল দত্ত এর সাথে দাকোপ প্রেসক্লাবের গনমাধ্যম কর্মিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই দুপুর ২ টার দিকে থানা মিল’নায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উজ্বল দত্ত বলেন সাংবাদিকরা সমাজের দর্পন।পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন।
সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এসময় দাকোপে সকল
অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত
করেন নবাগত ওসি উজ্বল দত্ত। তিনি আরো বলেন, আমি থানায় যোগদান করার পর থেকে কোনও নিরীহ লোক হয়রানির শিকার হবে না। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের খারাপ আচরণে ফেরত যাবে না।
দাকোপ থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি
এসময় উপস্হিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃশিপন ভুইয়া,সাধারন সম্পাদক মোযাফফর হোসেন,সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল
সাবেক সাধারন সম্পাদব আজগর হোসেন ছাব্বির,সাবেক সহ সভাপতি স্বপন কুমার রায়,সহসভাপতি কুমারেশ বিশ্বাস,যুগ্মসাধারন সম্পাদক শামীম হাসান,কোষাধক্ষমনিরুল ইসলাম,নির্বাহী সদস্য মজনুফকির,পারুল বেগম,জিএম আজম,বিধান চন্দ্র ঘোষ, এসএম মামুনুর রশীদ,জাহিদুর রহমান সোহাগ,গাজী সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পী।