মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা রাতুল চৌধুরীর দুই হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা
মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর’র কর্মী রাতুল চৌধুরীর দুই হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এছাড়াও তার মাথায় গুরুত্বর জখম রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরন করেন।
আজ রাত আনুমানিক ৮ টার সময় পাতারহাট বন্দরের উত্তর বাজারের গরুর হাট নামকস্থানে তার উপর হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।