রাজধানীর ডেমরায় ‘নিহা ইন্টারন্যাশনাল কয়েল ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার উৎপাদিত অনেক কয়েল, কাঁচামাল ও হিটার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ভোর সকাল সাড়ে ৫ টার দিকে বড়ভাঙ্গা চৌরাস্তা সংলগ্নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণসহ নির্বাপন করতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিস দল কারখানায় থাকা অন্তত ১০ লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নিকান্ডে অগ্নিকান্ডে অনেক মালামাল নষ্ট হয়।
কারখানার মালিক মো. আবুবক্কর জানায়, কারখানায় দায়িত্বে থাকা লোকজনের অসাবধানতা ও অবহেলার কারণে হিটার রুমে অতিরিক্ত তাপ বেড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হিটার রুমসহ অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে আমি সুপারভাইজার হিসেবে ৩ জন নিয়োজিত রেখেছি ঠিকই কিন্তু তারা অবহেলা করেছে। এদিকে ডেমরা ফায়ার সার্ভিস বলছে কারখানাটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থায় অনেক অনেক ঘাটতি রয়েছে।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি বলেন, কয়েল কারখানায় আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে আমাদের জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। হিটার রুমে গ্যাসের ওভার হিটে আগুন লাগলে প্রথমে কারখানায় কর্মরতরা চেষ্টা চালিয়েছে আগুন নেভাতে। এতে আগুন দ্রুত কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।