ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৬ নং পাঠাননগর ইউনিয়নে ১৩ বছরের এক কাঠ মিস্ত্রী বলাৎকার এর শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে অত্র ইউনিয়নের পূর্ব বাথানিয়া (৬ নং ওয়ার্ড) এলাকা।
গত কয়েকদিন ধরে ঐ এলাকার দোকানদার ধর্ষক এনামুল হক (৫২) এর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ বছর বয়সী ছেলেটিকে বলাৎকার করে আসছে। বলাৎকারের শিকার সবুজ দৈনিক বাংলার অধিকার কে জানান, দক্ষিন বাথানিয়া আমার নানার বাড়ি, সে সুবাধে নানার বাড়ি হতে আসা যাওয়া করে স্থানীয় একটি ফার্নিচার দোকানে কাজ করি।
প্রতিদিনের ন্যায় কাজ করার উদ্দেশ্য আসা যাওয়া করার সময় প্রায় সময় দোকানদার এনামুল হক আমাকে জোর করে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে অনৈতিকভাবে শারিরীক সম্পর্ক করে।
আমি যাতে কাউকে না বলি সেজন্য আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করলে আমি ভয় পেয়ে যাই। ধর্ষক এনামুল হক পূর্ব বাথানিয়া মিজি বাড়ির মৃতঃ আমিনুল হক এর ছেলে।
এদিকে ভুক্তভোগী সবুজের বাবা মোঃ সেলিম জানান, আমার সন্তানের উপর যে পাশবিক নির্যাতন করেছে তার উপযুক্ত বিচার চাই যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এ কেমন বিচার বলাৎকার এর বিচার ৫০ হাজার টাকা!!! তাকে পুলিশে দেওয়া উচিৎ ছিল।
ধর্ষক এনামুল হক বলাৎকার এর বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়ে বলেন এমন ঘটনা তিনি আর করবেনা। অপরদিকে বলাৎকার এর বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে এক প্রতিবাদের সৃষ্টি হয়। প্রতিবাদ ও প্রতিরোধ ঠেকাতে এবংকি থানা পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে মঙ্গলবার (২৮ জুন) বাদ মাগরিব ধর্ষকের দোকানের সামনে স্থানীয় মেম্বার মোঃ হারেছ’র নেতৃত্বে মিজান মাস্টার, মোঃ গোরফান, মোঃ এনাম, মোঃ আলীমুল্ল্যাহ ও মোস্তফা মিয়া সালিসি বৈঠক করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। সালিসি বৈঠকে ধর্ষক এনামুল হককে ৫০ হাজার টাকা, ১০ টি বেত্রাগাত ও ১০ ফুট নাকে খত টানা শাস্তি প্রদান করা হয়।
আরেকদিকে এই সালিসি বৈঠককে পক্ষপাতিত্ব ও লোক দেখানো বৈঠক বলে মন্তব্য করে সালিসে থাকা উপস্থিত এলাকাবাসী। এলাকাবাসী আরো জানায়, থানা পুলিশকে না জানিয়ে বলাৎকার এর মত ঘটনাকে ধামাচাপা এবং ধর্ষককে বাঁচানোর জন্য তড়িগড়ি করে এ সালিসি বৈঠক করা হয়। এসময় এলাকাবাসীরা উত্তেজিত হয়ে সঠিক বিচার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে। যারা সালিসি বৈঠকে বসে পক্ষপাতিত্ব বিচার করেছে তাদেরকে সহ ধর্ষক এনামুল হককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।