মতলব দক্ষিণ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইসমাইল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দুইটায় নিজ বাড়িতে মারা যান তিনি। ইসমাইল উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জুন সকালে বাড়ির পাশে কৃষিকাজ করতে গেলে আচমকা একটি বিষাক্ত সাপ তাঁর পায়ে কামড় দেয়। ওই দিন পরিবারের লোকেরা তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর গতকাল রোববার দুপুর ১২টায় বাড়ি ফিরেন। এরপর ফের তিনি অসুস্থ হয়ে পড়েন । পরে রোববার দুপুর দুইটায় বাড়িতেই মারা যান তিনি। ইসমাইল হোসেন মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়ের রেখে গেছেন ।
তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ।