বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রফিকুল ইসলাম বীর-উত্তমের ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ গ্রন্থটি ১৯৮১ সালে প্রকাশিত হয়।
তবে এর ইংরেজি সংস্করণ (A Tale of Millions) প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। এটিই কোনো সেক্টর কমান্ডারের লিখিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম গ্রন্থ। এ গ্রন্থের আগে মুক্তিযুদ্ধসংক্রান্ত বেশির ভাগ বই স্মৃতিকথা হিসেবে লিখিত।
লেখক বইটির ভূমিকায় লিখেছেন, ‘লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির মূল অংশে সামরিক ও গেরিলা তৎপরতার বিবরণ এবং রাজনৈতিক অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করা হয়েছে।
’ শুরুতে লেখক স্বাধীনতাযুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ বিশ্লেষণ করেছেন। পরে সশস্ত্র যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া বিষয়গুলোর উল্লেখ আছে। লেখক নিজে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি পর্ব থেকে সংযুক্ত এবং একটি সেক্টরের দায়িত্বে ছিলেন। তাই যুদ্ধের অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন। যুদ্ধের নীতি নির্ধারণ ও সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে তাঁর বর্ণনাকে অনেকটাই বস্তুনিষ্ঠ মনে করা যায়।
৯ মাসে ব্যক্তি ও গোষ্ঠীকে তিনি যেভাবে দেখেছেন তার মূল্যায়ন আছে এখানে, যদিও বইটিতে আত্মজীবনীর ছাপ পরিষ্কার। লেখক নিজেই বলেছেন, ‘বইটির কোনো কোনো অংশে জীবনচরিত বা আত্মকথার ছোঁয়া অনুভূত হতে পারে।’ তা সত্ত্বেও বইটি স্বাধীনতাযুদ্ধবিষয়ক মৌলিক গ্রন্থ।