চাঁদপুর জেলার মতলব উত্তরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মতলব উত্তর এর আওতাধীন তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের মাঝে তেলবীজ সংরক্ষণের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এসময় কৃষকদের মাঝে তেলবীজ সংরক্ষণের পদ্ধতি ও করণীয়, তেল জাতীয় শস্যের চাষাবাদ বৃদ্ধির প্রয়োজনীয়তা ও চাষাবাদ কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান ও অন্যান্য উপসহকারী দের উপস্থিতিতে উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
মূলত এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদাপূরণ ও আমদানি ব্যয় হ্রাস করা। সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো প্রচলিত শস্য বিন্যাসে গবেষণা প্রতিষ্ঠানের প্রমাণিত স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে বর্তমান তেল ফসলের (সরিষা, তিল, সূর্যমুখি, চীনাবাদাম, সয়াবিন) আবাদী এলাকা ৭.২৪ লক্ষ হেক্টর (ডিএই: ২০১৭-১৮) থেকে ১৫-২০% বৃদ্ধি করা।
বিএআরআই ও বিনা কর্তৃক উদ্ভাবিত তেল ফসলের আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং মৌ-চাষ অন্তর্ভুক্ত করে তেলজাতীয় ফসলের হেক্টর প্রতি ফলন ১৫- ২০% বৃদ্ধি করা।
ব্লকভিত্তিক কৃষক গ্রুপ (৭৫৭২টি) গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ এবং টেকসই করা।
গবেষণা প্রতিষ্ঠানের উৎপাদিত প্রজনন বীজ ব্যবহার করে প্রকল্প মেয়াদে বিএডিসি কর্তৃক ১০৫২.৩২০ মে. টন ভিত্তি বীজ উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করা।
তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেল আমদানি বাবদ প্রায় ১৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।