বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

চাঁদপুরে শ্রেষ্ঠ কৃষকদেরকে “কৃষি পুরস্কার -২০২২” প্রদান-দৈনিক বাংলার অধিকার

আতাউর রহমান রহমান সরকার , মতলব, প্রতিনিধি / ৩৩০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

আজ চাঁদপুরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফসল আবাদের শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরষ্কার বাবদ ক্রেস্ট, সনদ ও ভাতা প্রদান করা হয়।


আজ ১৯ জুন ২০২২ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর এর প্রশিক্ষণ হলরুমে উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন ও অতিরিক্ত পরিচালক (উদ্যান) মোঃ শহিদুল ইসলাম সাহেব জেলার শ্রেষ্ঠ কৃষকদের মাঝে এ পুরস্কার প্রদান করেন।

মূলত, নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর- চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় ফসল আবাদে সফলতা অর্জন, অন্যান্য কৃষকদের উৎসাহিতকরণ, বছরজুড়ে এলাকার কৃষকদের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। চাঁদপুর জেলার আটটি উপজেলার প্রতি উপজেলায় তিনজন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সর্বমোট ২৪ জনকে “কৃষি পুরস্কার- ২০২২” ক্রেস্ট সনদ, নগদ টাকা ভাতা প্রদান করা হয়। প্রত্যেক প্রথম স্থান অধিকারকারী কে নগদ ৫০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকার কারী কে ৪০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকার কারী কে ৩০০০ টাকা হারে নগদ ভাতা প্রদান করা হয়।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন-

প্রথমস্থান অধিকারকারীঃ
১.মো:আতাউর রহমান ওটারচর, ছেংগারচর, মতলব উত্তর।
২. আঃ জাব্বার গাজী কল্যান্দী, বাবুরহাট,চাঁদপুর সদর।
৩. মোঃ শাহ আলম খিদিরপুর, নায়েরপুর, মতলব দক্ষিণ।
৪. হাফেজ মোঃ ইসমাইল, হোসেন- করইশ,কচুয়া।
৫. হোসাইন মাহমুদ- মুসতপাড়া,হাড়িয়া, শাহারাস্তি।
৬. মোঃ বাবুল তপদার কালচো, হাজিগঞ্জ।
৭.মোঃ আবুল খায়ের মজুমদার- চৌরাঙ্গা, সুবিদপুর (পশ্চিম),ফরিদগঞ্জ।
৮. আব্দুল মান্নান খান- দক্ষিণ আলগী, আলগীবাজার, হাইমচর।

দ্বিতীয় স্থান অধিকার কারীঃ
১. মোঃ আবুল কালাম আজাদ- পশ্চিম সৌদি, সাহেব বাজার, চাঁদপুর সদর।
২.দেলোয়ার হোসেন বৈদনাথপুর, গজরা,মতলব উত্তর।
৩.মোহাম্মদ বিল্লাল হোসেন- খর্গপুর,নায়েরপুর, মতলব দক্ষিণ।
৪.মোহাম্মদ শহিদুল্লাহ খান হাজী মোঃ বেলায়েত হোসেন বাইডেরপাড়, কচুয়াপৌরসভা, কচুয়া।
৫.মোঃ মিজানুর রহমান- হোসেনপুর,আশ্রাফপুর, শাহরাস্তি।
৬.হুমায়ুন কবীর- বলাখাল, হাজিগঞ্জ।
৭.মোঃ আবুল কালাম নান্নু- পশ্চিম বড়ালী, পৌরসভা,ফরিদগঞ্জ।
৮.মোঃআনোয়ার গাইন- আনোয়ার গাইন কান্দি, হাইমচর।

তৃতীয়স্থান অধিকার কারীঃ
১.আবু তাহের মোল্লা কুমারডুগী,চাঁদপুর সদর।
২.গিয়াসউদ্দিন- নিশ্চিন্তপুর, দুর্গাপুর,মতলব উত্তর।
৩.তানজিনা আক্তার- গোবিন্দপুর উপাদি দক্ষিণ মতলব দক্ষিণ।
৪.মোঃ মিজানুর রহমান- খিলা, গোহাট, কচুয়া।
৫.মোঃ রহমতউল্লাহ, কসবা, চিতোষী,শাহারাস্তি।
৬.সুমন দেবনাথ- কাশিমপুর, হাজিগঞ্জ।
৭.মোঃ খোরশেদ আলম- পশ্চিম বড়ালী পৌরসভা ফরিদগঞ্জ।
৮.আক্তার গাছা- মোল্লাকান্দি,হাইমচর।

এসময় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন সাহেব কৃষকদের কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা,পুরষ্কার দেওয়ার লক্ষ্য ও উদ্যেশ্য বর্ননা এবং পুরষ্কার প্রাপ্তদের কাজের ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। এ সময় কৃষকদের পক্ষে মোঃ আতাউর রহমান সরকার বলেন, এ প্রকল্পের আওতায় আমি প্রথম পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হলাম। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। আমি উদ্যোগ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদের উৎসাহিত করার জন্য এমন আয়োজন এর বিকল্প নেই। আমরা আশাবাদী এ ধারা অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!