চাঁদপুরের কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদের এ নির্বাচনটি বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া মোরগ প্রতীকে ও ফারুখ মোল্লা মাছ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে।
নির্বাচনে ১৫৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বিকেল ৪টার পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান।
১৫৭ ভোটের মধ্যে ফারুখ মোল্লা মাছ প্রতীকে পেয়েছে ৫২ ভোট এবং মোরগ প্রতীকে ১০৫ ভোট পেয়ে ৩য় বারের মত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া।
তৃতীয় বারের মতো উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।