চাঁদপুরের কচুয়ায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, ১২ ইউপি’র চেয়ারম্যান, কচুয়া প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহাবুব-উল-আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিনসহ আরো অনেকে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এসি বাসে কম্পিউটার শিখন কর্মসূচি পরিদর্শন ও উপজেলা পরিষদ সত্ত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মহোদয়।