কিশোরগঞ্জের কুলিয়ারচরে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নব-যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নব-যোগদাকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল মো. ইদ্রিস মিয়া, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক আবু বাক্কার, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম আজিজ উল্ল্যাহ, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সকলের উদ্দেশ্যে করে বলেন, কারোর বিরুদ্ধে অভিযোগ করার আগে, অভিযোগ উঠার আগে কিংবা কোন কিছু ঘটে যাওয়ার আগেই যেন আমরা সমস্যার সমাধান করতে পারি। এই জন্য সকলের সহযোগিতা লাগবে। তাই আপনাদের সহযোগিতা চাই। আমি অন্য জায়গা থেকে কুলিয়ারচরে এসেছি। তাই আমি আদর্শ কুলিয়ারচর দেখতে চাই, এ কুলিয়ারচরকে একটি মডেল কুলিয়ারচর হিসেবে দেখতে চাই। জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ ৩/৪ সেক্টরের যারা আছি আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। কোন কিছু ঘটে যাওয়ার আগেই আপনাদের কাছে সংবাদ আসলে তা আমাদের অবগত করবেন।