চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজ ১৪ জুন সকাল ৮ঃ০০ ঘটিকায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি।
প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।
বিশেষ অতিথি ছিলেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী।
এছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল্লাহ শিকদার,প্রভাত চন্দ্র ভৌমিক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টার। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওঃ আমিনুল হক সরকার।
আরো উপস্থিত ছিলেন, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক মোল্লা,বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য বদিউজ্জামান জসিম, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। অতঃপর পরীক্ষার্থীদের পক্ষে ও বিদ্যালয়ের জুনিয়র শিক্ষার্থীদের পক্ষে অশ্রুসিক্ত কন্ঠে একে অপরকে বিদায় ভাষণ উপস্থাপন করেন। ছাত্র ছাত্রীদের সাথে সকল অতিথিবৃন্দ অশ্রুসিক্ত হন।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে সকলের জন্য দোয়া, শুভকামনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন। শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, তোমরা মানুষের মত মানুষ হও। ভালো মনের মানুষ হও এই কামনা করি।বিদ্যালয়ে অবস্থান রত সময়ে আমরা তোমাদের সর্বোচ্চ শিক্ষা ও নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। মাঝে মধ্যে তোমাদের সাথে রাগ হয়েছি তোমাদের কল্যাণের জন্যই। আমি আশা করী তোমরা সাফল্য অর্জন করে দেশ ও জনগণের সেবায় কাজ করবে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান গজরা ইউপি চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ্ প্রধান ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী যারা দেশ বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন তাদের বিবৃতি তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হওয়ার পর নিজ বিদ্যাপিঠের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।