সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ সারাদেশের মত ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১৮ মে হতে ৯ জুলাই ২০২২ ইং পর্যন্ত শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কার্যক্রম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তুলে ধরেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ১৮ মে হতে ৯ জুলাই ২০২২ ইং পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। নতুন ভোটার হতে ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, পিতা মাতার পরিচয়পত্র (এনআইডি কার্ড) ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন) এসব কাগজপত্র লাগবে বলে নিশ্চিত করেন। নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল আরো জানান, তথ্য সংগ্রহের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। কোন ধরনের মিথ্যার আশ্রয় নেয়া হলে তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান, যারা ১লা জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার হননি তারা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সময়ে তাদেরকে সংগ্রহ করা হবে। এবংকি মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করা হবে এবং ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। নির্ভুল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পৌরসভার প্রতিনিধি মহিলা কাউন্সিলর সাহেনা আক্তার সহ সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, সুশীল সমাজ প্রমুখ।